ক্লাসের সময়সূচী

গেইট বন্ধ                      ঃ  সকাল ০৯:৩০ ঘটিকা

সমাবেশ                        ঃ সকাল ০৯:৪৫ ঘটিকা 
*  ক্লাস শুরু                    ঃ সকাল ১০:০০ ঘটিকা (প্রতিদিন)
*  ক্লাস ছুটি                    ঃ  বিকাল ৪ঃ০০ 

প্রথম ও দ্বিতীয় শ্রেণি             ঃ বেলা ১২:০৫ ঘটিকা (শনি হতে বুধবার)


শিক্ষার্থীদেরকে নিজ নিজ টিফিন বাসা থেকে নিয়ে আসতে হবে এবং টিফিনের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে অবস্থান করে টিফিন সম্পন্ন করতে হবে। বিশেষ প্রয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যান্টিন থেকে নাস্তা/খাবার সংগ্রহ করতে হবে। সার্বিক নিরাপত্তার স্বার্থে টিফিন পিরিয়ডে গেইটের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ।